| |

গাসিক নির্বাচন : জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল

টাইমস-ডেস্ক, গাজীপুর টাইমস;

সা‌বেক মেয়র জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত
ণ খেলাপির দায়ে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

আজ রোববার (৩০ এপ্রিল) গাজীপুরের রথখোলা এলাকায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বরখাস্ত হওয়া সাবেক গাসিক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়। 

এর আগে গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন জাহাঙ্গীর আলম। এ সময় নিজের মায়ের নামে সংগ্রহ করা আরেকটি মনোনয়নপত্রও জমা দেন তিনি।

বৈধ প্রার্থীরা হলেন, জাতীয় পা‌র্টির ম‌নো‌নিত প্রার্থী এম এম নিয়াজ উ‌দ্দিন, গণফ্রন্টের আ‌তিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, স্বতন্ত্র প্রার্থী হারুন অর র‌শিদ, স্বতন্ত্র সরকার শাহানুর ইসলাম র‌নি, আওয়ামী লীগ ম‌নো‌নিত প্রার্থী আজমত উল্লা খান, ইসলামী আন্দোলন বাংলা‌দেশ গাজী আতাউর রহমান, স্বতন্ত্র প্রার্থী ও মেয়র জাহাঙ্গীর আল‌মের মা জা‌য়েদা খাতুন এবং জা‌কের প্রা‌র্টির ম‌নো‌নিত প্রার্থী ম‌নো‌নিত রাজু আহ‌মেদ।

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে মেয়র পদে প্রার্থিতার জন্য ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন, জমা দিয়েছেন ১২ জন। এ ছাড়া সাধারণ আসনে কাউন্সিলর পদে ৩৪৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন ২৯০ জন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন ৮২ জন। বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন মোট ৪৪৫ জন, তাদের মধ্যে জমা দেন ৩৮৪ জন।

কোন মন্তব্য নেই