| |

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাহাঙ্গীর’কে শাস্তি পেতে হবে : মির্জা আজম

টাইমস-ডেস্ক, গাজীপুর টাইমস;

জাহাঙ্গীর আলম দলীয় সিদ্ধান্ত অমান্য করে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হয়ে শুধু দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেনি, ‘বিরাট অপরাধ’ করেছে। এই অপরাধের শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। 

বৃহস্পতিবার (৪ মে) রাতে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের আমতলী ছুটি রিসোর্টে আয়োজিত গাজীপুর সদর মেট্রো থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মী সভায় এ কথা বলেন তিনি। 

সভায় মির্জা আজম বলেন, ‘জাহাঙ্গীর আলম বিরাট পাপ করার পরেও শেখ হাসিনা তাকে সাধারণ ক্ষমা করেছেন। ক্ষমা পেয়ে আবেদনে উল্লেখ করেছিল- বাদবাকি জীবনে আওয়ামী লীগের শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করবে না। অথচ সে কথার ব্যত্যয় ঘটিয়ে প্রার্থী হয়েছে। শুধু প্রার্থী হলেও ৯ তারিখ পর্যন্ত তাকে মাফ করতাম। ভাবতাম প্রার্থী হয়েছে পরে প্রত্যাহার করবে। কিন্তু সে মিডিয়ায় যে বক্তব্য দিয়েছে তাতে শুধু দলীয় শৃঙ্খলা ভঙ্গই করেনি, বিরাট অপরাধ করে ফেলেছে। এই অপরাধের শাস্তি অবশ্যই পেতে হবে।’

‘গত পরশু দিন আমরা মিটিং করেছি। গাজীপুর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। সবাই একমত- নেত্রী দেশে ফিরলে তিনি ব্যবস্থা নেবেন।’ বলেন মির্জা আজম।  

গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লাহ প্রসঙ্গে তিনি বলেন, ‘যিনি প্রার্থী হয়েছেন তিনি যেমন স্বচ্ছ, তেমনি সাংগঠনিক কাঠামোও শক্তিশালী। আমরা নজরদারিতে রাখবো। যেসব কাউন্সিলর শুধু নিজেদের ভোট চাইবে, নৌকার ভোট চাইবে না। তারা ওয়ার্ড, থানা, মহানগর কোথাও কোনো পদ পাবে না।’

সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি নির্বাচনের নৌকা মনোনীত মেয়রপ্রার্থী আজমত উল্লা খান। 

এ সময় গাজীপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই