| |

সহায়তা পেলেন রিকশা চালানো সেই ছাত্রলীগ নেতা : পাশে দাড়িয়েছেন গাজীপুর জেলা ছাত্রলীগ সেক্রেটারি

টাইমস-ডেস্ক, গাজীপুর টাইমস;

একটি বে-সরকারী টেলিভিশনে একটি ভিডিও সংবাদ প্রকাশিত হওয়ার পরই সহায়তা পেয়েছেন চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারা সেই ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি টিপু সুলতান।

গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা দিয়েছেন টিপু সুলতানকে।

টিপু সুলতান নাটোর জেলার বাগাতিপাড়া থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এবং ৫নং ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সভাপতি। রবিবার (৭ মে) সকালে ‘চিকিৎসার খরচ যোগাতে ঢাকায় রিক্সা চালাচ্ছেন ছাত্রলীগের এক সভাপতি’ এই শিরোনামে একটি ভিডিও সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই  ওই প্রতিবেদককে ফোন দিয়ে টিপুর পাশে দাড়ানোর কথা বলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল এবং গাজীপুর থেকে ঢাকায় ছুটে আসেন তিনি। 

টিপুর বর্তমান আবাস হাজারীবাগের ঝাউচরের জাকিরের রিকশার গ্যারেজে এসে দেখা করে টিপুর খোঁজখবর নেন। এ সময়, টিপুর চিকিৎসা এবং পরবর্তীতে টিপু সুস্থ হয়ে যেন কিছু করতে পারে এজন্য ২ লাখ টাকা তুলে দেন টিপুর হাতে।


নাসির মোড়ল বলেন, টিপুর সব ধরনের দায়িত্ব আমি নিলাম। এসময় নগদ ৫০ হাজার এবং দেড় লাখ টাকার চেক টিপুর হাতে তুলে দিয়ে তার পরবর্তী সব ধরনের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন নাসির মোড়ল।

কোন মন্তব্য নেই