| |

পথচলায় আরেকটি নতুন বছরে পা দিলেন গাজীপুর টাইমস এর সম্পাদক

টাইমস-ডেস্ক, গাজীপুর টাইমস;

আজ ২ জুলাই, গাজীপুর টাইমস এর সম্মানিত সম্পাদক মহোদয়ের জন্মদিন। গাজীপুর টাইমস এর সম্পাদক মোঃ শাহরিয়ার নাঈম ১৯৯৮ সালের এই দিনটিতে গাজীপুরের টংগীর মরকুনে ব্যাপারী-বাড়িতে জন্মগ্রহণ করেন।

তার পিতার নাম মোঃ সেলিম মিয়া, মাতার নাম শারমিন সুলতানা। পিতা একজন ব্যবসায়ী এবং মাতা গৃহিণী। এক ভাই এক বোনের মধ্যে তিনিই বড়। তিনি গাজীপুর জেলার টংগীর সিলমুন আব্দুল হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয় থেকে তার এসএসসি পরীক্ষা সম্পন্ন করেন। এরপর গাজীপুরের আরেক ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ পুবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করেন। বর্তমানে পদার্থবিজ্ঞান শেষ বর্ষে পরীক্ষার্থী হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি একই সাথে গাজীপুর টাইমস এর সম্পাদক ও BDShop - E-commerce Solution এর প্রতিষ্ঠাতা।

গাজীপুর টাইমস পরিবারের পক্ষ থেকে তার জন্য রইলো জন্মদিনের শুভকামনা। ‘আজ আপনার জন্মদিন, জীবন হোক রঙিন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ না আসুক কোনো দিন।’

কোন মন্তব্য নেই