টঙ্গীতে হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;
টঙ্গীতে বিএনপি জামাতের হরতাল নৈরাজ্যে জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ গাড়ী ভাংচুরের প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মী রাজ পথে অবস্থানসহ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহাসন রাসেল এমপি’র উদ্যোগে হরতাল বিরোধী প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১২টায় টঙ্গী নতুন বাজার থানা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থান প্রদক্ষিন করে দলীয় প্রতিবাদ সভারর মধ্য দিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সরকার, ৪৩নং ওয়ার্ড কাউন্সিলর খালেদুর রহমান রাসেল, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ বিল্লাল হোসেন মোল্লা, ৫১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন, ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসেন। আরো ছিলেন গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিরিন শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা হোসেন, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান টিটু, দেলোয়ার হোসেন, কাইয়ুম মাস্টার, শিরিন আক্তার শিলা, নুরজাহান মনি, পারভীন আক্তার, রেহেনা আক্তার, নাহিদা পারভীন, নুরনাহার মনিকা, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ মামুন মোল্লা, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী মঞ্জুর, ১নং যুগ্ন আহ্বায়ক এহসানুল আলম ফরাজি, টঙ্গী সরকারী কলেজ ছাত্র লীগের আহ্বায়ক সেলিম খান, সদস্য সচিব, মেহিদী হাসান শিষির, জামাল হোসেন খান, ইমরান তালুকদার বশির সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দ। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেন, বিএনপি জামায়াত হরতাল নৈরাজ্য দিয়ে গুপ্তভাবে অগ্নিসংযোগ গাড়ী ভাংচুর জ্বালাও পোড়াও করে যাচ্ছে। রাজ পথে আওয়ামী লীগের নেতা কর্মী অবস্থান নিয়ে তাদের প্রতিহত করার জন্য বিভিন্ন জায়গায় অবস্থান করছে। বিএনপি জামায়াত জ্বালাও পোড়াও ছাড়া কিছুই জানে না। আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে যাচ্ছে। আর বিএনপি জামায়াত ধ্বংসের নামে নৈরাজ্য করে যাচ্ছে। তাদেরকে প্রতিহত করার জন্য টঙ্গী থানা আওয়ামী লীগ যুব লীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠন সজাগ দৃষ্টি রেখেছে।
কোন মন্তব্য নেই