| |

হাজারো নেতা কর্মীসহ আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রতিমন্ত্রী রাসেল

নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;

হাজারো নেতা কর্মীসহ আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেন গাজীপুর - ২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

২৮ অক্টোবর, শনিবার ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু ও সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজল ,গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সন্জিত কুমার মল্লিক বাবু ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সহ গাজীপুর মহানগর ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত সকল থানা ও ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। 

বিজ্ঞাপন

প্রায় অর্ধলক্ষ নেতাকর্মীর মিছিল নিয়ে বাইতুল মোকাররমের পাশে আওয়ামী লীগের সমাবেশে যোগদান করেন প্রতিমন্ত্রী রাসেল। 

কোন মন্তব্য নেই