| |

ফুটবলের ‘ম্যাজিক-ম্যান’ ব্যারিস্টার সায়েদুল হক সুমন

নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন © সংগৃহীত
দেশীয় ফুটবলে বেশ সাড়া জাগিয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। দেশের বিভিন্ন জেলায় প্রীতি ম্যাচ খেলছে দলটি। ম্যাচ শুরুর আগেই মাঠে উপস্থিত হতে দেখা যায় হাজারো ফুটবল প্রেমী। দল বেধে মাঠে এসেছে শিশুসহ সকল বয়সী ফুটবল প্রেমীরা। নারীরাও ব্যারিষ্টার সুমনকে এক নজর দেখতে এসে মাঠে ভীড় করেছেন নিয়মিত।

অনেকটা মৃত্যপ্রায় ফুটবলকে নিয়ে সারাদেশে একের পর এক চমক দেখাচ্ছেন তিনি। নামটা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। পেশায় একজন আইনজীবী হলেও নিজেকে একাধিক পরিচয়ে দেশে পরিচিত করেছেন।
কখনো ত্রান নিয়ে বন্যার্থদের পাশে, তো কখনো দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার আদালতে।
একজন ফুটবলপ্রেমী হিসেবেও বর্তমান সময়ে তার জনপ্রিয়তা বেশ চোখে পড়ার মতই। 

বিজ্ঞাপন

নীলফামারীর জলঢাকা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও ড. জোবায়ের আলম ফুটবল একাডেমি একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচে
যেখানে দেশিও ক্লাব পর্যায়ে স্টেডিয়ামে ফাকা গ্যালারী দেখা যায়, সেখানে তার প্রত্যেকটি ম্যাচে হাজারো দর্শক দেখতে পাওয়া যায়। 

বিজ্ঞাপন

 সর্বশেষ রোববার (১২ অক্টোবর) নীলফামারীর জলঢাকা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও ড. জোবায়ের আলম ফুটবল একাডেমি একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচেও প্রচুর দর্শক সমাগম দেখা গিয়েছে।

বিজ্ঞাপন

ম্যাচ শুরুর আগে গণমাধ্যমে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, বর্তমান সময়ে ফুটবল আইসিইউতে চলে গেছে। আমি আইসিইউতে চলে যাওয়া ফুটবলকে বাঁচাতে চাই। বর্তমান সময়ে খেলার ব্যবস্থা না থাকায় তরুণরা মাদকে আসক্ত হচ্ছে।
কালিয়াকৈর ম্যাচটিতে দর্শক উপস্থিতি
এর আগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে স্কাউটস ট্রেনিং সেন্টারে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম কালিয়াকৈর উপজেলা ফুটবল একাডেমির মধ্যকার ফুটবল ম্যাচটিতেও দর্শক উপস্থিতি ছিলো চোখে পড়ার মতন।

কোন মন্তব্য নেই