| |

হাতিয়া সুবিধাভোগীদের নিয়ে আ’লীগের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাশেদুল ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বর্তমান সরকারের গৃহীত সুরক্ষা প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের নিয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

২১ অক্টোবর, শনিবার সকালে উপজেলার ১০ নং  জাহাজমারা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এবং   জাহাজমারা ইউনিয়ন পরিষদের আয়োজনে জাহাজমারা উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

 সভাটি  মাহফুজুল ইসলাম কাইয়ুম এর সঞ্চালনায় ও  জাহাজমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দীনের সভাপতিত্বে  গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ( নোয়াখালী হাতিয়া-৬) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস এমপি।

বিজ্ঞাপন

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা আওয়ামীগের  সভাপতি ও( প্রাক্তন এমপি) মোহাম্মদ আলী।

বিজ্ঞাপন

নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস এমপি বলেন- অনেকে হাতিয়া না আসে অনেক কিছু বলে হাতিয়া আসেন এ সরকারের আমলে কতটুকু উন্নয়ন হয়েছে দেখে যান।

 সরকারের উন্নয়ন নিয়ে মোহাম্মদ আলী বলেন- এ সরকারের আমনে হাতিয়া উপজেলার ব্যাপক উন্নয়ন হয়েছে। আরো কয়েকটি প্রকল্প অনুমোদন হয়েছে তা কিছু দিনের মধ্যে বাস্তবায়িত হবে। 

এ সময় আরো উপস্থিত ছিলেন - হাতিয়া উপজেলা পরিষদের  চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব মুর্শেদ লিটন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃকেফায়েত উল্যাহ,   হাতিয়া থানা সার্কেল মোঃ আমান উল্লাহ,পৌর মেয়র কে এম ওবায়দুল্লাহ বিপ্লব। হাতিয়া থানা ওসি মোহাম্মদ জিসান আহমেদ, নোয়াখালী জেলা পরিষদের সদস্য মহি উদ্দীন মুহিন, জাহাজমারা ইউনিয়নের চেয়ারম্যান মাসুম বিল্লাহ ও ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ প্রমুখ। 
এই সময়  সরকারের উন্নয়ন নিয়ে তৃণমুল পর্যায়ে বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

কোন মন্তব্য নেই