| |

টঙ্গীতে সিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ে ‘শেখ রাসেল দিবস ২০২৩’ উদযাপিত

নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;

গাজীপুরের টঙ্গীতে সিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ে ‘শেখ রাসেল দিবস ২০২৩’ উদযাপন করা হয়েছে। 

‘শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়’ স্লোগানটিকে সামনে রেখে ১৮ অক্টোবর অত্র বিদ্যালয়ে সম্মানিত সভাপতি ও স্থানীয় কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম সহ অন্যান্য সহকারী শিক্ষক এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে শ্রেণিকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

 শেখ রাসেল প্রতিকৃতিতে পুস্প অর্পণ। কবিতা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

 দিবসটির গুরুত্ব নিয়ে অত্র বিদ্যালয়ের শিক্ষকগন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপুর্ন বক্তব্য দেন। 
এরপর দিবসটি উপলক্ষে অত্র বিদ্যালয়ে প্রাঙ্গণে গাছ রোপন করা হয়।

কোন মন্তব্য নেই