হাজারো নেতাকর্মী নিয়ে ঢাকার আ’লীগের সমাবেশে জাহাঙ্গীর আলম
নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;
হাজার হাজার নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে দেড় সহস্রাধিক গাড়িতে করে দোয়েল চত্বর এলাকায় প্রায় অর্ধলাখ নেতাকর্মী নিয়ে জড়ো হন তিনি।
পরে দুপুর সোয়া ২টার দিকে দোয়েল চত্বর থেকে মিছিল নিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশে মিলিত হন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শনিবার ভোর থেকে নগরীর ৫৭টি ওয়ার্ড থেকে দলে দলে নেতা-কর্মীরা মেয়র ভবনের সামনে আসতে থাকেন। তাদের স্লোগানে এলাকা প্রকম্পিত হয়ে উঠে। তারা জাতীয় পতাকা ও খাবার সংগ্রহ করে বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।
এর আগে শুক্রবার রাতে জাহাঙ্গীর আলমের ছায়দানাস্থ বাসভবন প্রাঙ্গনে কয়েক হাজার নেতাকর্মীদের জন্য দুপুরের খাবার হিসেবে গরু ও মরগির বিরিয়ানি রান্না করা হয়। সকালে নেতাকর্মীরা বাসে উঠার সময় সবার হাতে হাতে সে সব খাবার ও পানি তুলে দেওয়া হয়।
কোন মন্তব্য নেই