রাহুল সামান্থা’ সার্ক সাংবাদিক ফোরাম শ্রীলঙ্কা চ্যাপ্টারের নতুন সভাপতি মনোনীত
নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;
রাহুল সামান্থাকে সার্ক সাংবাদিক ফোরাম শ্রীলঙ্কা চ্যাপ্টারের সভাপতি মনোনীত হয়েছেন। সার্ক সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এসজেএফ শ্রীলঙ্কা চ্যাপ্টারের নতুন সভাপতি হিসেবে রাহুল সামান্থাকে মনোনীত করেছে।
একইভাবে সার্ক জার্নালিস্ট ফোরাম শ্রীলঙ্কা চ্যাপ্টারের কোষাধ্যক্ষ হিসেবে প্রিয়ান ডি সিলভা সেক্রেটারি রিফথি আলী এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লিও দর্শনা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
একইভাবে, বালানাথন সাথেসান উত্তর প্রদেশ: (জাফনা, কিলিনোচ্চি, মান্নার, মুল্লাইতিভু, ভাভুনিয়া), ওয়াসান্থ চন্দ্রপাল: পূর্ব প্রদেশ (ত্রিঙ্কোমালি, বাট্টিকালোয়া, আমপারা),
কুমার উপুল তামমিতা: উত্তর মধ্য প্রদেশ: (অনুরাধাপুরা, পোলোনারুওয়া) নিজ নিজ প্রদেশের সমন্বয়ক মনোনীত হয়েছেন।
উইরাজ প্রাণন্দো: উভা প্রদেশ: (বাদুল্লা, মোনারাগালা), অজিতলাল শান্ত উদয়া: সবরাগামুওয়া প্রদেশ: (রত্নপুরা, কেগালে) এবং চাঁদনি দিসানায়েকে উত্তর-পশ্চিম প্রদেশ: (পুত্তলাম, কুরুনেগালা)ও প্রদেশ সমন্বয়ক মনোনীত হয়েছেন।
সার্ক সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি রাজু লামা, মহাসচিব মোঃ আব্দুর রহমান এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিলা বালাসুরিয়া সার্ক সাংবাদিক ফোরাম শ্রীলঙ্কা চ্যাপ্টারের নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়েছেন এবং তাদের নতুন মেয়াদে কার্যক্রমের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
কোন মন্তব্য নেই