| |

আওয়ামী লীগে এখনো আলোচনায় জাহাঙ্গীর

নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;

সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে জাহাঙ্গীর আলম কয়েক হাজার নেতা-কর্মীসহ যোগ দেন
মহানগরের রাজনীতিতে এখনো বড় প্রভাব ফেলছেন সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম। সংগঠন থেকে বহিষ্কৃত হয়েও মহানগরের রাজনীতিতে বড় প্রভাব ফেলে যাচ্ছেন সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম। তাঁর অনুপস্থিতিতে দলীয় কর্মসূচিতে নেতা-কর্মীর সমাগম কমেছে বলে মনে করেন অনেকে।

সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে তাঁর নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মী যোগ দেন। সমর্থকেরা মনে করেন, জাহাঙ্গীর না থাকায় মহানগর আওয়ামী লীগ ঝিমিয়ে পড়েছে।

বিজ্ঞাপন

 কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্কাছ আলী গণমাধ্যমে (প্রথম আলো) বলেন, জাহাঙ্গীর জানেন কীভাবে দল গুছিয়ে রাখতে হয়। তিনি সাধারণ সম্পাদক থাকাকালে মহানগর আওয়ামী লীগ সুসংগঠিত ছিল। আর এখন অগোছালো। সম্মেলনের পর আট মাস হয়ে গেছে, তাঁরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি।

বিজ্ঞাপন

 জাহাঙ্গীর আলম গণমাধ্যমে (প্রথম আলো) বলেন, ‘মহানগর আওয়ামী লীগের বেশির ভাগ নেতা-কর্মী আগেও আমার সঙ্গে ছিলেন, এখনো আছেন। আমি তাঁদের নিয়েই দলের জন্য কাজ করে যাচ্ছি।’

কোন মন্তব্য নেই