চারঘাটে স্ত্রীকে তালাক দেয়ায় স্বামীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ
রাজশাহী প্রতিনিধি, আজকের বাংলাদেশ;
রাজশাহীতে স্ত্রীকে স্বামী তালাক দেওয়ায় স্ত্রী কতৃক হামলা ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৪ অক্টোবর (মঙ্গলাবার) জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোঃ শুকচান আলী বলেন, আমার ছেলে মোঃ শান্ত আলীর(২৬) সাথে চারঘাট পৌরসভার মুক্তারপুর এলাকার মৃত আব্দুল হানিফের মেয়ে(২০)এর সাথে ২০২২সালের ১৮ নভেম্বর বিবাহ হয়। পারিবারিক নানা কারণে মতের মিল না হওয়ায় আমার ছেলে ১৭ অক্টোবর ২০২৩ আইন সম্মতভাবে কোর্টে গিয়ে মেয়েকে তালাক দেয়। এরই পরিপেক্ষিতে গত ২৪ অক্টোবর মেয়ে ও মেয়ের ভাই সাদ্দাম হোসেন(৩৫)সহ ৬/৭ জন বাসায় এসে চিল্লাচিল্লি করতে থাকে। এক পর্যায়ে বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন এবং তার সামনেই আমাদেরকে মারধর করে জোর করে আমার ঘরের ভিতর ঢুকে বাক্স ভেঙ্গে এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ বিষয়ে থানায় একটি অভিযোগ করেছেন বলেও জানান তিনি।
কোন মন্তব্য নেই