| |

এমপি সুমনেই দেশের ফুটবলের ভাগ্য বদলাবে, প্রত্যাশায় দেশের ফুটবলপ্রেমীরা

নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে ঈগল প্রতীকে বিজয়ী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

ব্যারিস্টার সুমনকে আপনারা সবাই চেনেন। সামাজিক নানা অনিয়ম আর দুর্নীতি নিয়ে ফেসবুক লাইভে এসে সমস্যা তুলে ধরা এবং প্রতিবাদ করে ভাইরাল হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই আইনজীবী। তবে অনেকেই তার যে পরিচয়টি জানেন না, সেটা হচ্ছে তিনি একজন নিখাদ ফুটবলপ্রেমী। ছোটবেলা থেকেই ফুটবল তার সঙ্গী, একটা সময় মাঠ মাতিয়েছেন ফুটবলার হিসেবে, এখন ফুটবলের উন্নয়নের জন্য হবিগঞ্জে নিজের খরচে একটা ফুটবল একাডেমি খুলে বসেছেন। দাপিয়ে বেড়াচ্ছেন দেশের এপ্রান্ত থেকে ও প্রান্ত মৃতপ্রায় দেশীয় ফুটবলটাকে নিয়ে।

বিজ্ঞাপন

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে ঈগল প্রতীকে বিজয়ী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বিজ্ঞাপন

 রোববার (৭ জনুয়ারি) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী ১৭৭টি কেন্দ্রে ঈগল প্রতীকে ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী টানা দুবারের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী নৌকা প্রতীকে পেয়েছেন মাত্র ৪৭ হাজার ভোট।

বিজ্ঞাপন

 সময়ের ব্যবধানে ব্যাক্তি সুমন একজন জনপ্রতিনিধি, একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে বিজয়ী, শিগ্রই শপথ এর মাধ্যমে নতুন সংসদে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে অংশগ্রহণ করবেন।
তার এ বিজয়ের পর দেশের ফুটবল বক্তরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানানভাবে প্রত্যাশা নিয়ে নতুন করে ফুটবল জেগে উঠবে সেই আশায় বুক বাধার প্রতয় প্রকাশ করেছেন। সবাই আশা করছেন, এবার এমপি সুমনে হয়তো দেশের ফুটবল আরো যোজন দুরে এগিয়ে যাবে। 
আশার ফলন ঘটুক, এই প্রত্যাশায় দেশের লাখো ফুটবল ভক্তরা।

কোন মন্তব্য নেই