| |

ইর্ষনীয় জনপ্রিয়তায় রাসেল, টানা পঞ্চমবারের মত হলেন এমপি

নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;

জাহিদ আহসান রাসেল। ফাইল ছবি
গাজীপুর-২ (সদর- টঙ্গী) আসনে পঞ্চমবার এমপি নির্বাচিত হলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি সাবেক এমপি শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছেলে। ২২ হাজার ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিনকে তিনি পরাজিত করেন।

জাহিদ আহসান রাসেল একাদশ সংসদে যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্বে ছিলেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

বিজ্ঞাপন

 জাহিদ আহসান রাসেল গাজীপুরের জনপ্রিয় মুখ শহীদ আহসানউল্লাহ মাস্টারের বড় ছেলে।বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আহসানউল্লাহ মাস্টার খুন হলে উপ-নির্বাচনে জয়ী হন জাহিদ আহসান রাসেল।

বিজ্ঞাপন

 পরে ২০১৪ সালের নির্বাচনেও বিপুল ভোটে জয়ী হন তরুণ রাসেল।২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হেট্রিক এমপি হন জনপ্রিয় এই এমপি।

বিজ্ঞাপন

 একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে বিপুল ভোটে জয়ী হন জাহিদ আহসান রাসেল। প্রতিদ্বন্দ্বী সালাহউদ্দিন সরকারকে ৩ লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।

সর্বশেষ ৭ জানুয়ারির নির্বাচনেও পঞ্চমবারের মত জনপ্রিয়তা এবং গাজীপুর-২ এর মানুষের ভালোবাসায় ভোটে এমপি নির্বাচিত হয়েছেন। 

গাজীপুর মহানগরের টঙ্গী থানার অর্ন্তগত নোয়াগাঁও এলাকায় জন্মগ্রহণ করেন। জাহিদ আহসান রাসেলের পৈতৃক বাড়ি গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার হায়দরাবাদ গ্রামে। তার বাবা জনাব শহীদ আলহাজ্ব আহসানউল্লাহ মাস্টার এবং মাতা ফরিদা আহসান। ১ ফেব্রুয়ারি, ২০১২ সালে তিনি খাদিজা রাসেল-কে বিয়ে করেন। 

নির্বাচনে বিজয়লাভের পর গাজীপুর-২ এর আপামর জনসাধারণ তাকে দ্বাদশ সংসদে পুর্নমন্ত্রী রুপে দেখতে চায়।

কোন মন্তব্য নেই