| |

গাজীপুরে শ্রমিক পরিবার মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;

সংগৃহিত ছবি
গাজীপুরে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, গাজীপুর কর্তৃক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে অনুমোদিত চিকিৎসা, উচ্চ শিক্ষা ও মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। ১৭ জানুয়ারি বুধবার ভাওয়াল সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান হয়।

চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুর জেলার, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। 

বিজ্ঞাপন

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এহসানে এলাহী, সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এছাড়াও অনুষ্ঠানে পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুর, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা পুলিশ, গাজীপুর, যুগ্ম পরিচালক, এনএসআইসহ গাজীপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

 অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে অনুমোদিত ৫০ (পঞ্চাশ) টি পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করেন।

কোন মন্তব্য নেই