| |

মাহফিলের আমন্ত্রণে ভারত যাচ্ছেন শাইখ ইউসুফ সাকিম আল-আযহারী

নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;
শাইখ ইউসুফ সাকিম আল-আযহারী | ছবিঃ সংগৃহীত
হাদিয়ে জামান কুতুবুল আফতাব হজরত মাওলানা আলহাজ দেওয়ান মোহাম্মদ আলী বগুড়া পীর কেবলা (রহঃ) এর দরবার শরিফ মুর্শিদাবাদ, ভারতে ২৩ তম উরস মুবারক ও ত্বরিকত সম্মেলনে আমন্ত্রিত ওলামায়ে কেরামগনের মধ্যে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শাইখুল কুরা শাইখ ইউসুফ সাকিম আল-আযহারী।
Table of Contents

আগামী ১ ও ২ মার্চ দরবার শরীফের আমন্ত্রণে ভারতের মুর্শিদাবাদে অবস্থান করবেন তিনি।

আখেরী মোনাজাত পরিচালনা করিবেন হাফেজ ক্বারী মাওলানা মোঃ শামসুল হক দেওয়ান পীরসাহেব।

কোন মন্তব্য নেই