দারুল উলুম দেওবন্দের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি
নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;
দারুল উলূম দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত একটি ফতোয়াকে আপত্তিকর বিষয়বস্তুর উল্লেখ করে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট ( এনসিপিসিআর ) এর চেয়ারম্যান দারুল উলূম দেওবন্দের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার জন্য সাহারানপুর জেলার সিনিয়র পুলিশ সুপার ( এসএসপি )কে চিঠি ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
Table of Contents
সাহারানপুর জেলার এসএসপিকে দেওয়া একটি চিঠিতে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের (এনসিপিসিআর) চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত একটি ফতোয়া সম্পর্কে কমিশনের উদ্বেগের কথা তুলে ধরেছেন।
আলোচ্য ফতোয়ায় 'গাজওয়ায়ে হিন্দ' বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে এবং 'ভারতে আক্রমণের প্রেক্ষাপটে শহিদদের' গৌরবান্বিত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
চিঠিতে তিনি জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, ২০১৫ এর ৭৫ ধারা লঙ্ঘনের অভিযোগও করেছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এনসিপিসিআর সাহারানপুরের এসএসপিকে ৩ দিনের মধ্যে পদক্ষেপের বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে বলেছেন এবং ভারতীয় দণ্ড ও কিশোর বিচার আইন, ২০১৫ এর অধীনে ব্যবস্থা নেওয়ার আবেদনও করেছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস, মিল্লাত টাইমস, দ্যা টাইমস অফ ইন্ডিয়াি
কোন মন্তব্য নেই