| |

বিশ্ব-বিখ্যাত ক্বারীদের অংশগ্রহণে বায়তুল মোকাররমে ‘ক্বেরাত সম্মেলন’ আগামীকাল

নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;
বিখ্যাত ক্বারীদের অংশগ্রহণে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল ২১শে ফেব্রুয়ারি ঢাকার বাইতুল মোকাররম জাতীয় মসজিদে।

Table of Contents

আল-আযহার আন্তর্জাতিক ক্বীরাতুল কুরআন সংস্থা কর্তৃক ৩য় বার্ষিক আন্তর্জাতিক ক্বীরাত সম্মেলন ২১শে ফেব্রুয়ারী ২০২৪ইং রোজ বুধবার বাদ জোহর থেকে রাত ১১টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি সূত্রে জানা গেছে।

বাংলাদেশসহ মিশর, তানজানিয়া, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের একাধিক প্রখ্যাত ক্বারী এ সম্মেলনে কুরআন তিলাওয়াত করবেন। 
আল-আযহার আন্তর্জাতিক ক্বীরাতুল কুরআন সংস্থা’র সম্মানিত চেয়ারম্যান শাইখুল কুর্রা মুফতী শাইখ ইউসুফ সাকিম আল-আযহারী হাফিঃ এর পক্ষ থেকে জানানো হয়েছে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী জনাব
 ফরিদুল হক খান এম.পি। সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সাবেক যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রী ও বর্তমান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এম.পি।

সম্মেলন সুন্দর এবং সফলের উদ্দেশ্যে সকলের কাছে দোয়া ও উপস্থিত কামনা করেছেন।

আলহামদুলিল্লাহ এবার ATN Bangla পর্দায় BRB সেরাদের সেরা হিফজুল কোরআন প্রতিযোগিতায় সম্মানিত বিচার কের আসন অলংকৃত করেছেন সারা বাংলা সহ বিশ্বের অন্যতম সেরা শাইখ দের অন্যতম 
চোখ রাখুন রামাদান এ এটিএন বাংলার পর্দায় 
আল্লাহ প্রিয় শাইখ কে হায়াতে তয়্যীবা ও আফিয়াহ দান করুন
এডমিন প্যানেল

কোন মন্তব্য নেই