| |

শিক্ষার্থী‌ ক্লা‌সে অনুপ‌স্থিতে জরিমানা বিধানের নোটিশ মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের

নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;

রাজধানীর আসাদ অ্যাভিনিউয়ে অবস্থিত মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ রাজধানী ঢাকার মূলকেন্দ্রে অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান।

পি‌জি থে‌কে পঞ্চম শ্রেণি পর্যন্ত কোনো শিক্ষার্থী‌ ক্লা‌সে এক‌দিন অনুপ‌স্থিত থাক‌লে ৫০ টাকা এবং ৬ষ্ঠ থেকো দ্বাদশ শ্রেনী পর্যন্ত ১০০ টাকা জরডমানার বিধান ক‌রে‌ছে মোহাম্মদপুর প্রিপা‌রেট‌রি স্কুল অ‌্যান্ড ক‌লেজ কর্তৃপক্ষ। 

বিজ্ঞাপন

 অনেক অভিবাবক এ‌টি’কে এক ধর‌নের জু*লু*ম বলে ম‌নে করছেন। গণমাধ্যমের পরিচিতমুখ মাহবুব আলম সোহাগ এ বিষয়ে প্রতিক্রিয়ায় বলেন, নি‌জের অসুস্থতা ও আপনজন‌দের ম‌ধ্যে কারও মৃত‌্যুসহ নানান জ‌টিল কার‌ণে স্কুল যাওয়া মিস হ‌তেই পা‌রে, তাই ব‌লে জ‌রিমানা কর‌ার সি‌স্টেমটা খুবই অ‌যৌ‌ক্তিক। কোনো শিক্ষার্থী পরপর তিন দিন স্কুল না গে‌লে যৌ‌ক্তিক কারণ দে‌খি‌য়ে প্রয়োজ‌নে প্রমাণসহ শ্রেণি শিক্ষক বা অধ‌্যক্ষের কা‌ছে আ‌বেদন কর‌তে পা‌রে। এটাই হ‌লো সি‌স্টেম। আশা রা‌খি স্কুল কর্তৃপক্ষ‌ জ‌রিমানা করার সিদ্ধান্ত থে‌কে স‌রে দাঁড়া‌বে। 

বিজ্ঞাপন

 এরই মধ্যে নোটিশ’টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ফলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কোন মন্তব্য নেই