| |

টঙ্গীতে বাসের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী ডুয়েটের শিক্ষকসহ নিহত ২

নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;
গাজীপুরের টঙ্গীতে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও পাঠাও চালককের মৃত্যু হয়েছে।
Table of Contents

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেরাগ আলী বিআরটি প্রজেক্টের ফ্লাইওভারের উপর এ ঘটনা ঘটে বলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান।

নিহতরা হলেন- রাজধানীর মোহাম্মদপুর চাঁদ হাউজিং সোসাইটির স্বপ্ন কোটির রবীন্দ্রনাথ সাহার ছেলে রামকৃষ্ণ সাহা (৩২) এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার বড় বিনায়ের চর গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে মো. দিদার (৪২)। দিদার রাইড শেয়ারিং পরিষেবা পাঠাওয়ে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) জনসংযোগ দপ্তরের কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক জানান, সড়ক দুর্ঘটনায় নিহত রামকৃষ্ণ সাহা ডুয়েটের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকা থেকে ভাড়া মোটরসাইকেলে করে গাজীপুর যাচ্ছিলেন রামকৃষ্ণ সাহা। পথে চেরাগ আলী বিআরটি প্রজেক্টের ফ্লাইওভারের উপর ঢাকাগামী প্রভাতী-বনশ্রী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলে রামকৃষ্ণ সাহা ও দিদারের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল লাশ উদ্ধার করা হয়েছে। বাসটি আটক করা হলেও ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে গেছে।”

আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

কোন মন্তব্য নেই