প্রবাসীদের নিয়ে ‘অপপ্রচার’ হচ্ছে: পলক
নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;
রেমিটেন্স না পাঠালে প্রবাসীদের দেশে ফিরতে দেওয়া হবে না বলে জুনাইদ আহমেদ পলকের নামে ফেইসবুকে যে বক্তব্য ছড়িয়েছে, সেটি ‘অপপ্রচার’ বলে দাবি করেছেন আইসিটি প্রতিমন্ত্রী নিজেই।
শনিবার ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন, “রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না-এমন একটি মিথ্যা তথ্য ও গুজব সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনবান্ধব সরকার সবসময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
Table of Contents
“ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদের সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে। সকল ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকতে হবে এবং অপপ্রচারকারীদের রুখতে হবে।’’
পোস্টে দুটি স্ক্রিনশট জুড়ে দিয়েছেন প্রতিমন্ত্রী, যেসবে লেখা ‘রেমিট্যান্স না পাঠালে দেশে আসা বন্ধ করে দেবো: পলক’।
পলক লিখেছেন, ‘‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে।’’
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠাতে ফেইসবুকে সরব হয়েছেন একদল প্রবাসী। তাতে দেশের রেমিটেন্স প্রবাহে কোনো প্রভাব পড়েছে কি না- তা এখনো স্পষ্ট নয়।
কোন মন্তব্য নেই