দলমতের উর্ধে সবাই’কে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন টংগী থানা যুবদল নেতা সাগর
নিউজ-ডেস্ক, আজকের বাংলাদেশ;
বৃহত্তর টংগী থানা যুবদল নেতা ও ৪৭ নং ওয়ার্ড যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম সাগর | ছবিঃ সংগৃহীত |
Table of Contents
তিনি বলেন, ৪৭ নং ওয়ার্ড তথা টংগী থানার অন্তর্গত সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাই
৪৭ নং ওয়ার্ড বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না
আমরা সব সময় শান্তির পক্ষে জনগণের পক্ষে। ভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলের সাথে আমাদের রাজনৈতিক ভেদাভেদ থাকতে পারে এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা। সকলের স্বাধীন মতামত ও মতাদর্শ ধারন করার অধিকার আমাদের স্বাধীনতার মাধ্যমে অর্জিত।
তিনি আরো বলেন, দলবল নির্বিশেষে আমরা এক দেশ,একসমাজ এক পরিবারের সদস্য । আমরা সকলেই একসাথে সম্মিলিত ভাবে মিলেমিশে থাকতে চাই ।
কোন প্রকার প্রতিহিংসা মুলক হামলা সন্ত্রাসবাদ মেনে নেওয়া হবে না।
উস্কানি দাতা যে দলেরই ব্যাক্তি হোক না কেন তার বিরুদ্ধে ৪৭ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিরোধ এবং প্রতিবাদ করবে ইনশাল্লাহ।
জুলুম, নির্যাতন, অত্যাচার বন্ধ করতে এই দেশ স্বৈরাচার থেকে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আবার স্বাধীন করেছে ।
প্রিয় মাতৃভূমি'র শান্তি শৃঙ্খলা ঠিক রাখতে জনগণ বদ্ধপরিকর। সকলের মঙ্গল কামনা করি।
কোন মন্তব্য নেই